ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যারা শেখ হাছিনাকে হত্যা করতে চেয়েছে তাদের সঙ্গে সংলাপ নয়-ওবায়দুল কাদের

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ
আওয়ালীগের সাধারণ সম্পাদক ও সড়ক, পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কথায় কথায় বলে সংলাপ। কিন্তু সংলাপ কার সঙ্গে করবো, ’৭৫ বঙ্গবন্ধুর খুনিদের নিজ খরচে বিদেশে পাঠিয়েছে জিয়াউর রহমান, বঙ্গবন্ধুর খুনিদের বিদেশি দুতাবাসে চাকরি দিয়েছে, তাদের পুরুষ্কৃত করেছে জিয়াউর রহমান। যারা পঁচাত্তরের ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাছিনাকে হত্যা করতে চেয়েছে তাদের সঙ্গে সংলাপ বা আলোচনা করা যায় না।

তিনি মঙ্গলবার বিকাল ৫টায় নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাছিনাকে হত্যা করতে না পারলেও ওই দিন ২২ নেতাকর্মী নিহত হয়েছে। আর এ হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল তারেক রহমান। তারেক রহমান হাওয়া ভবনে বসে এ হামলার নীল নকশা প্রস্তুত করেছে। আগামী মাসের মধ্যেই এই হত্যাকান্ডের বিচার কার্য শেষ হতে পারে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তিনি আরো বলেন, এত কিছুর পরও শেখ হাছিনা বেগম জিয়াকে গনভবনে ডেকেছেন। কিন্তু তিনি জাননি উল্টো অশোভন আচরণ করেছেন শেখ হাছিনার সঙ্গে। তিনি গণভবনেও গেলেন না, নির্বাচনেও গেলেন না। উল্টো গণতন্ত্র রক্ষার নামে জামায়াতকে সঙ্গে নিয়ে জালাও পোড়াও চালিয়েছে। রক্তাক্ত করেছে দেশকে।

বেগম জিয়ার ছেলের মৃত্যুর পর শেখ হাছিনা পুনরায় তার সঙ্গে দেখা করতে, পুত্র হারানোর শোক ভাগাভাগি করতে, তাঁকে শান্তনা দিতে গিয়েছিলেন। ঘন্টারও বেশি সময় ধরে শেখ হাছিনাকে বাহিরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। সর্বশেষ মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে বেগম জিয়ার নেতাকর্মীরা। যেদিন শেখ হাছিনার মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, সেদিনই তাঁদের সঙ্গে সংলাপের দরজা বন্ধ হয়ে গেছে।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, আ.লীগ নেতা মফিজ উল্যাহ্ বিকম, সামছুদ্দিন সাকলাইনসহ আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মত চট্টগ্রাম বন্দরে এসেছে গমের জাহাজ

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

ইসকন নিষিদ্ধের দাবীতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print