
শ্রমিকদের বেতন সহ অন্যন্য পাওনা পরিশোধ না করে গার্মেন্টস কারখানা বন্ধ রাখার প্রতিবাদে নগরীর চান্দগাঁও থানার সিএণ্ডবি (এক কিলোমিটার) এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে এস কে নামের একটি পোশাক তৈরির কারখানায় কয়েক নারী পুরুষ শ্রমিক।
এতে নগরীর বহদ্দারহাট থেকে কালুরঘাট সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। বুধবার দুপুর ১২টার দিকে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে গার্মেন্টস শ্রমিরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে।
এস কে গার্মেন্টস নামে প্রতিষ্ঠানটির কাটিং হেলপার জয়নাল জানান, আমাদের বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধ না করে কর্তৃক পক্ষ গার্মেন্টস বন্ধ করে দেয়ায় আমরা আন্দোলন করছি। মালিক পক্ষ আমাদের টাকা পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
চান্দগাঁও থানা ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবীর জানান,বকেয়া পাওনার দাবীতে শ্রমিকরা কিছুক্ষণ রাস্তার উপর বিক্ষোভ করেছে। আমরা মালিক পক্ষ বিজিএইএ নেতৃবৃন্দ এবং শ্রমিক প্রতিনিধিদের সাথে বৈঠক করে একটা সমাধান করেছি। মালিক পক্ষ বলেছে আগামী রবিবারের মধ্যে তারা শ্রমিকদের পাওনা পরিশোধে আশ্বাস দেয়ার পর শ্রমিকারা আন্দোলন বন্ধ করেছে।