ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাবেক কাউন্সিলরসহ আকবর শাহ বিএনপি ৩ নেতা গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর আবদুস সাত্তার সেলিম, সহ-সভাপতি শহিদ উল্লাহ ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া গোলাপকে গ্রেফতার করেছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৩ টার দিকে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, গতকাল রাতে কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে সাবেক কমিশনার ও থানা বিএনপির সভাপতিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।  তাদের বিরুদ্ধে পুরানো কিছু মামলা রয়েছে। নতুন মামলা হবে।

এদিকে মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছে কোন প্রকার গ্রেফতারী পরোয়ানা ছাড়া সম্পূর্ণ বিনাকারণে তাদের নিজ বাসা থেকে আকবর শাহ থানা পুলিশ গ্রেফতার করেছে।

বিনা কারণে মামলা বা অভিযোগ ছাড়া নেতাদের গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান।

দেশব্যাপী বিএনপি এবং বিরোধী দলসমূহের নেতাকর্মীদেরকে ধারাবাহিকভাবে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজ ৭ সেপ্টেম্বর শুক্রবার এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান অনির্বাচিত সরকার জনগণের আস্থা হারিয়ে আবারো বিনাভোটে ক্ষমতায় থাকার জন্য নানা রকম ফন্দিফিকির করছে। নেতাকর্মীদের উপর হামলা ও মামলা দিয়ে জুলুম নির্যাতন চলাচ্ছে।

সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের ধারাবাহিকতায় আকবর শাহ থানার নেতৃবৃন্দকে গ্রেফতার করা হলো। বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও গণতন্ত্র পূনঃউদ্ধারের দাবিতে চলমান আন্দোলনকে দমন করার উদ্দেশ্যেই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম চালানো হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে। কিন্তু এসব নিপীড়ণ করে সরকার যেমন জনগণের রোষ থেকে রেহাই পাবে না তেমনি দেশনেত্রীর মুক্তি আন্দোলনকেও বাধাগ্রস্ত করতে পারবে না।” নেতৃবৃন্দ অবিলম্বে আকবর শাহ থানা বিএনপির সভাপতি আবদুস সাত্তার সেলিম, সহ-সভাপতি শহিদ উল্লাহ ভূঁয়া ও সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া গোলাপকে সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।

এদিকে আকবর শাহ থানার বিএনপি নেতৃবৃন্দকে গ্রেফতারের ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মনজু, আকবর শাহ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আয়ুব খান, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন চৌধুরী মাঈনু, ১০ নং উত্তর কাট্টলীী ওয়ার্ড বিএনপির সভাপতি কমান্ডার শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্বাস রশিদ, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print