
সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলে পর্যায়ে পৌঁছে দিতে সড়কপথে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে আসা আওয়ামী লীগের প্রতিনিধি দল চট্টগ্রামে এসে পৌঁছেছেন। শনিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে প্রতিনিধি দলটি চট্টগ্রাম সার্কিট হাউসে এসে পৌঁছায়।
মহানগর আওয়ামী লীগ ও দক্ষিন জেলা আওয়ামী লীগ ও উত্তর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এসময় তাদের বরণ করে নেয়। সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে ২৩ সেপ্টেম্বর, রবিবার পুনরায় প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে।
যাত্রাপথে সকালে কর্ণফুলীর ক্রসিং এলাকার এসআর স্কয়ার, লোহাগাড়ার চুনতির মেহেরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুধী সমাবেশ, চকরিয়া বাস টার্মিনাল, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং রামুতেও একটি জনসভায় যোগদানের কথা রয়েছে কেন্দ্রীয় নেতাদের।
এই টিম বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুণমূল কর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষের মাঝে তুলে ধরবেন। ঘোষিত সবক’টি পথসভা হাজার হাজার মানুষের জনসভায় পরিণত হবে বলে দাবি করছেন জেলা আওয়ামী লীগের নেতারা।
এই সফর ঘিরে ব্যাপক তৎপর হয়ে উঠেছে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা। নেতাকর্মীদের মধ্যেও চাঙ্গাভাব বিরাজ করছে। নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে মারিয়া হয়ে উঠেছেন তারা। রাস্তার দু’পাশে সরকারের উন্নয়ন ও কেন্দ্রীয় নেতাদের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে স্ব স্ব এলাকা।
আওয়ামী লীগের একটি সূত্র বলছে, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক টিমের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বুঝতে সক্ষম হবে, মনোনয়ন প্রত্যাশীদের কার জনপ্রিয়তা কতটুকু। কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে নির্বাচনের দিক নির্দেশনার ইঙ্গিত থাকবে। তাই সফরটি মনোনয়ন প্রত্যাশীদের জন্য একটি অগ্নিপরিক্ষাও বটে। এছাড়াও কেন্দ্রীয় নেতাদের এই সফর নৌকার ভোট বাড়াতের কার্যকর ভূমিকা রাখবে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, চট্টগ্রাম, কুমিল্লা ও কক্সবাজারের সফরটি তৃণমূলের নেতা-কর্মীদের উৎসাহ এবং নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য পথসভার আয়োজন করা হয়েছে। একই সাথে সরকারের সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডের চিত্রও সাধারণ মানুষের মাঝে তুলে ধরবো। রবিবার সকালে কর্ণফূলী গোলচত্বর পথসভা শেষে লোহাগাড়া (চুনতি), চকরিয়া, ঈদগাঁ এবং কক্সবাজাসহ বিভিন্ন স্থানে পাঁচ থেকে সাতটি পথসভা করবো। পরের দিন আবারও ঢাকায় রওনা দিবেন বলে জানান তিনি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, সড়কপথে কেন্দ্রীয় নেতারা নির্বাচনী বার্তা নিয়ে চট্টগ্রামে এসেছেন। দক্ষিণ চট্টগ্রামের নেতা-কর্মীরাসহ সাধারণ মানুষ বিভিন্ন পথসভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
তিনি বলেন, ক্রসিংয়ে, লোহাগাড়াসহ সবকটি পথসভায় হাজার মানুষের জনসভায় পরিণত হবে। কেননা মানুষ এখন শেখ হাসিনার সরকারের উন্নয়নের পক্ষে। তাই কেন্দ্রীয় নেতাদের আত্মবিশ্বাস আরো দৃঢ করতে মানুষের সমাগম হবে বলে আমি বিশ্বাসী।
দলীয় সূত্র জানায়, এ টিমের অন্যতম সদস্যরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা একেএম এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা।
প্রসঙ্গত, এর আগে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে শনিবার সকাল সাড়ে ৮ টায় এ সফর শুরু করে দলটি ঢাকা থেকে কুমিল্লা হয়ে ফেনীতে পথসভা করে দলটি। যাত্রা পথে চট্টগ্রামের সীতাকুণ্ডে পথসভা করার কথা থাকলেও শেষ পযর্ন্ত সমাবেশ হয়নি। শেষ মুহূর্তে এসে পথসভাটি বাতিল করে আওয়ামী লীগ।