
চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত হয়েছেন। আজ শনিবার বিকালে আনোয়ারা-বাঁশখালী সড়কে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। দুঘটনায় অন্তত ১০জন যাত্রী আহত হয়েছে।
নিহতরা হলেন- বাসের চালক সিরাজুল হক (৫৫)। ও যাত্রী আবদুল করিম (২৫)।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দুলাল মাহমুদ পাঠক ডট নিউজকে দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে চালবোঝাই ট্রাকটি বাঁশখালীর দিকে যাওয়ার সময় আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘী ও চাতুরি চৌমুহুনির মাঝামাঝি স্থানে পৌছলে একই সময়ে বিপরীতমুখি একটি যাত্রীবাহি বাস সাইট কাটার সময় সামনা সামনি সংঘর্ষ ঘটে।
এতে যাত্রীবাহি বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসের মারা এক যাত্রী মারা যান।
আহত কয়েকজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে সেখানে বাসের চালক মারা যান।