ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শেষ ইচ্ছায় মায়ের পাশেই সমাহিত করা হবে আইয়ুব বাচ্চুকে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

লাখো ভক্তকে কাঁদিয়ে চলে যাওয়া জনপ্রিয় সঙ্গীত তারকা ও চট্টগ্রামের কৃতি সন্তান আইয়ুব বাচ্চুর শেষ ঠিকানা হচ্ছে নগরীর স্টেশন রোডস্থ চৈতন্য গলির বাইশ মহল্লার কবরাস্থান।

তাঁর ইচ্ছায় আজ শনিবার (২০ অক্টোবর) বাদ আছর সেখানেই মায়ের কবরের পাশেই তাঁকে কবর দেয়া হবে। ইতোমধ্যে কবর খোঁড়ার কাজ সম্পন্ন হয়েছে।

.

সকাল সাতটা থেকে কবর খোঁড়া শুরু করেন মো. জাফর (৬০), মো. সরওয়ার (৩০) ও ইমাম হোসেন (২০) নামে তিনজন নিকট আত্মীয়।

পারিবারিক সুত্রে জানাগেছে, আইয়ুব বাচ্চুর গ্রামের বাড়ী চট্টগ্রামের পটিয়া উপজেলার খরণা ইউনিয়নের হলেও তিনি ছোটকাল থেকে বড় হয়েছেন চট্টগ্রাম শহরে। নগরীর ফিরিঙ্গী বাজার ও এনায়েত বাজারে তাদের বাড়ী থাকলেও তিনি থাকতেন নগরীর মাদার বাড়ীস্থ নানার বাড়ীতে।

আইয়ুব বচ্চুর মামা আব্দুল আলীম লোহানী।

আইয়ুব বাচ্চুর মামা আব্দুল আলীম লোহানী পাঠক ডট নিউজকে বলেন, বাচ্চুর শেষ ইচ্ছা ছিল তার মায়ের পাশে যেন তাঁকে কবর দেয়া হয়। মৃত্যুর বিষয়টি তাঁর মধ্যে জানা হয়ে গিয়েছিল। গত ১২ অক্টোবর তিনি শেষ বারের মত প্রোগাম করতে চট্টগ্রামে এসেছিলেন। তখন চৈতন্য গলির মায়ের কবর জেয়ারত করতে গিয়ে কবরাস্থানের তত্বাবধায়ক জাফরকে বলেছিলেন “জাফর আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মায়ের পাশে আমাকে কবর দিবা। তিনি এসময় কবরের জায়গাও দেখিয়ে দেন বলে জানান মামা আব্দুল আলীম।

.

চৈতন্য গলি কবরাস্থানের মতোয়ালী হাফেজ গোলাম রহমান জানান, আইযুব বাচ্চু প্রায় সময় চট্টগ্রামে এলে এখানে আসতে মায়ের কবর জেয়ারত করতে। তিনি

মা পাগল ছিল। কবর রক্ষণাবেক্ষণের জন্য শ্রমিকদের টাকা-পয়সা দিত। তার ইচ্ছায় আজ এখানে তাঁর জন্য কবর তৈরী হচ্ছে।

জানাগেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আইয়ুব বাচ্চুর জানাজা ও দাফনের ব্যবস্থা করা হয়েছে।

.

এ ব্যাপারে মেয়র আ জ ম নাছির জানান, আইয়ুব বাচ্চু চট্টগ্রাম তথা দেশের সম্পদ ছিল। তার প্রতি আমরা কতৃজ্ঞ। তাঁর অবদান বলার মত না। সে দায়িত্ব বোধ থেকে তাঁকে স্বরণ করে আমরা তাঁর সৃত্মি রক্ষায় উদ্যোগ নিয়েছি। এবং কর্পোরেশসেনর তত্বাবধায়নে দাফনের ব্যবস্থা নেয়া হয়েছে।

সকালে বেসরকারী বিমানে ঢাকা থেকে গুণীর এই শিল্পীর মরদেহ চট্টগ্রামে আনার পর রাখা হয়েছে নগরীর মাদারবাড়ীস্থ নানার বাড়ীর পাশে বালুর মাঠে সেখানে হাজার হাজার ভক্ত অনুরাগী প্রিয় এ শিল্পীকে শেষ বারের মত এক নজর দেখার জন্য ভীড় জমিয়েছেন। বাদ আছর নগরীর জমিয়তুল ফালাহ বিশ্ব মসজিদ প্রাঙ্গনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print