t আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির তত্ত্বাবধানে আনা দরকার: মাহবুব তালুকদার – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির তত্ত্বাবধানে আনা দরকার: মাহবুব তালুকদার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচন কমিশনের (ইসি) প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়ে আসা দরকার বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজ মঙ্গলবার রিটার্নিং অফিসারদের উদ্দেশে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

ভোটার ও নির্বাচন-সংশ্লিষ্ট সবার নিরাপত্তার বিষয়টিতে জোর দিয়ে কমিশনার মাহবুব বলেন, ‘ভোটার, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের নিরাপত্তার প্রতিশ্রুতি, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে নির্বাচনকালে কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়ে আসা দরকার।’ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন অবশ্যই কমিশনের নিয়ন্ত্রণে থাকতে হবে বলেও মন্তব্য করেন মাহবুব তালুকদার।

এ ছাড়া অন্য কমিশনারদের বক্তব্যে রিটার্নিং অফিসারদের প্রতি আরো কিছু নির্দেশনা উঠে আসে। কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে যখন আপনারা ব্রিফিং দেবেন, বলবেন, কোনো অবস্থাতেই যেন কেন্দ্রের ভেতরে অনুমোদিত কোনো ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রবেশ না ঘটে। প্লিজ, এনশিওর ইট। একটা আইনানুগ নির্বাচন করার জন্য এটা কিন্তু অত্যন্ত জরুরি।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসন্ন নির্বাচনকে ‘ঐতিহাসিক’ অভিহিত করে সিইসি কে. এম. নুরুল হুদা বলেন, ‘নতুন একটা ইতিহাস সৃষ্টি হবে, তার কারণ হয়তো বা এর পর থেকে এ ধরনের অবস্থাই থাকবে যে, সরকার থেকে, সরকারের অবস্থানে থেকে নির্বাচন হবে। যেটা অনেক দেশে হয়, সে রকম একটা অবস্থান হয়তো এই নির্বাচনের সার্থকতার ওপরে। নির্বাচন যদি এটা সাকসেসফুল হয়, তার ওপরে নির্ভর করে হয়তো একটা স্থিতিশীল অবস্থা, নির্বাচন পরিচালনার জন্য একটা স্থিতিশীল অবস্থা প্রতিষ্ঠিত হবে।’

এ ছাড়া নির্বাচনে যেকোনো অবস্থায় নিরপেক্ষতা বজায় রাখতে নির্বাচন-সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print