
চট্টগ্রামে বিএনপির প্রাথী ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আওয়ামী লীগের প্রার্থী ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি মোহাম্মদ আবু জাকি।
বুধবার সন্ধায় নগরীর নগরীর মেহেদীবাগের বাসায় আমীর খসরু মাহমুদ চৌধুরী এ বৈঠক হয়। এর আগে বিকালে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ষোলশহর চশমা হিলের বাসায় ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলের সাথে বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি।
বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আমীর খসরু কিছু বলেন নি বৈঠকে কি আলাপ হয়েছে। তবে তিনি অভিযোগ করে বলেন, ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারির সাথে বৈঠক চলাকালে আমার বাসার সামনে থেকে আমার নির্বাচনী প্রস্তাবক সাবেক ওয়ার্ড কাউন্সিলর ডবলমুলিং থানা বিএনপির সভাপতি সেকান্দরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তিনি বলেন, এমন পরিস্থিতি হলে বাসায় নেতাকর্মীরা আসতে পারবে না। আর আসতে না পারলে নির্বাচন কাকে নিয়ে করব?’
এদিকে বৈঠক শেষে আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান নওফেল সাংবাদিকদের বলেন, ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দল নির্বাচনী পরিবেশ নিয়ে জানতে এসেছিলেন। তারা জানতে চেয়েছেন প্রার্থীদের মধ্যে কোনো সংঘাত হচ্ছে কি না। আমি তাদের জানিয়েছি উৎসবমুখর পরিবেশে নির্বাচনী কার্যক্রম হচ্ছে। গতকাল (মঙ্গলবার) তারা আমাদের সৌহার্দ্যপূর্ণ একটি ছবি দেখেছেন।