
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতাদের মনোনয়ন না দিয়ে এলডিপি নেতা নুরুল আলমকে মনোনয়ন দেয়ায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত করেছে বিএনপি সমর্থকরা।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাতে “আমরা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন” এর ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে অসংখ্য বিএনপি নেতাকর্মীরা। ঝাড়ু হাতে অনুষ্ঠিত মিছিলটি উপজেলার জুটমিল গেইট থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিলকালে হাতে ঝাড়ু উচিয়ে এলডিপির নুরুল আলমের মনোনয়নের প্রতিবাদ জানান নেতাকর্মীরা।
মিছিল শেষে সমাবেশে বিএনপির এসব নেতাকর্মী বলেন, ‘রাঙ্গুনিয়ায় মনোনয়ন পাওয়ার মত বিএনপি নেতা থাকলেও তাদের পরিবর্তে জনবিচ্ছিন্ন এলডিপি নেতা নুরুল আলমকে মনোনয়ন দেওয়ায় মাঠের রাজনীতিতে বিএনপি নির্বাচনের আগেই হেরে বসে আছে। তিনি বিএনপি থেকে দুঃসময়ে সড়ে গিয়ে দলকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন। তাকে মনোনয়ন দেওয়ায় বিএনপির তৃণমূলের ত্যাগী নেতারা মাঠ থেকে সরে গিয়েছেন।’