ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজারে নৌকা প্রার্থীর পোস্টারে বার্মিজ ভাষা সমালোচনার ঝড়

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারে বাংলা ভাষার পাশাপাশি রাখাইন ভাষায়ও (বার্মিজ ভাষা) প্রার্থীদের পোস্টার লাগানো হচ্ছে। কক্সবাজারের ৪টি সংসদীয় আসনেই রয়েছে কমপক্ষে অর্ধ লক্ষ রাখাইন সম্প্রদায়ের বসবাস।

রাখাইন সম্প্রদায় বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি ঐতিহ্যগতভাবে রাখাইন ভাষাও চর্চা করে থাকেন। এমনকি ন্যূনতম রাখাইন ভাষা পড়া এবং লিখা তাদের জানতে ও শিখতে হয়। যেহেতু রাখাইনদের ধর্মীয় গ্রন্থ থেকে শুরু করে আদি সবকিছুই রাখাইন ভাষায় লিপিবদ্ধ রয়েছে।

কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু) আসনের বিভিন্ন এলাকায় বাংলা ভাষার পাশাপাশি রাখাইন ভাষার পোস্টারও লাগানোর কাজ শুরু হয়েছে। বিশেষ করে কক্সবাজার শহরের রাখাইন পল্লী, চৌফলদন্ডির রাখাইন পল্লীসহ রামু সদরের রাখাইন পল্লী এলাকায় রাখাইন ভাষার পোস্টার লাগানো হচ্ছে।

শহরের রাখাইন পল্লীতে গতকাল থেকে শোভা পাচ্ছে মহাজোটের প্রার্থী এমপি সাইমুম সরওয়ার কমলের পোস্টার।

রাখাইন ভাষায় পোষ্টার ছাপানো নির্বাচনী আচরণ বিধি লংঘন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ পোষ্টার ছড়িয়ে পড়ার পর সবর্ত্র আলোচনা সমালোচনা চলছে।

 কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিন অং জানান, ‘কক্সবাজার জেলায় রাখাইন সম্প্রদায়ের সঠিক পরিসংখ্যান জানা না থাকলেও এসংখ্যা কমপক্ষে ৪০/৫০ হাজারের মতো। কক্সবাজার-৩ আসনে ১০/১৫ হাজার রাখাইন হতে পারে। ’

তিনি বলেন, কক্সবাজার শহরে ব্রিটিশ আমলে রাখাইনদের জন্য স্থাপিত হয়েছিল বার্মিজ প্রাইমারি স্কুল। সেই স্কুলে বার্মিজ ভাষা শিখানো হতো। সেই বার্মিজ সরকারি প্রাইমারি স্কুল এখন জেলা শহরের একটি অন্যতম প্রাথমিক বিদ্যালয়। তবে স্কুলটিতে রাখাইন বা বার্মিজ ভাষা এখন আর শিখানো হয়না। অধ্যক্ষ ক্য থিন অং বলেন, তবে রাখাইন পল্লীর ঘরে ঘরে সম্প্রদায়ের সন্তানদের পারিবারিক পরিবেশে রাখাইন ভাষা শিখানো হয়।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print