
চট্টগ্রাম-২ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার এর নির্বাচনী গণসংযোগের গাড়ি বহরে সশস্ত্র হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা।
সন্ত্রাসীরা মেরে প্রার্থী কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার এর মাথা ফাটিয়ে দিয়েছে। তাদের হামলায় আহত হয়েছেন সাবেক বিচারপতি ও বিএনপি নেতা ফয়সল মাহমুদ ফয়েজি,ছাত্রদল সভাপতি টিপু ও চেয়ারম্যান আজমসহ অন্তত ৩০ নেতা-কর্মী আহত হয়েছে।
আজ রবিবার দুপুরে দক্ষিণ ফটিকছড়ির মোহাম্মদ তকিরহাটে এ হামলার ঘটনা ঘটেছে।
হামলায় আহত আরো কয়েকজন হলেন- বিএনপি নেতা আজম খান, আহমেদ রশীদ তালুকদার আমিন তালুকদার, মোরশেদ হাজারী, ইন্জিনিয়ার মুন্না,ওমর ফারুক, সায়েদুল আনোয়ার মাসুদ, সাকিব নুরুল ইসলাম রিপন,, মামুন,সাইমন, হাসান মাহমুদ হামিম, সাইফুল ইসলাম টিটু, সায়ফুল হায়দার রাশেল
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিবছড়ি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসে।
ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার বলেন, বিএনপির প্রার্থী গণসংযোগের সময় মোহাম্মদ তকির হাট এলাকায় সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়েছে। এতে ১০/১২ জন আহত হবে। তারা ফটিকছড়ি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছে।
তিনি জানান, ঘটনার সময় সেখানে পুলিশ ছিল না। পরে পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
বিএনপির পক্ষ থেকে এ হামলার জন্য আওয়ামী লীগ ছাত্রলীগকে দায়ী করা হয়েছে।
কর্ণেল বাহারের ব্যক্তিগত সহকারী মো. ইব্রাহিম জানান, দুপুর একটার দিকে ফটিকছড়ি মুহাম্মদ তকিরহাট বাজারে ধানের শীষ প্রতীকের প্রার্থীর মিছিল চলাকালে আওয়ামী লীগ নেতা তৈয়বের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে।
এবিষয়ে সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজ জানান, আমরা প্রার্থীসহ গণসংযোগে গেলে সন্ত্রাসী তৈয়ব তার বাহিনী নিয়ে প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি করে। এসময় আমাদের নেতাকর্মীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে । সন্ত্রাসীরা এসে বলে, এখানের ধানের শীষের কোন প্রচারণা হবেনা। গালিগালাজ করতে করতে তারা আমাদের উপর হামলা চালায়। হামলায় আমাদের প্রার্থীর মাথা ফেটে যায়। আমার হাত ভেঙ্গে দেয়। ছাত্রদল নেতা টিপুকে ছুরিকাঘাত করে। অন্যান্যদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে।