
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানের অনুসারী হিসেবে পরিচিত।
২৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে কড়লডেঙ্গা ইউনিয়নের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে বোয়ালখালী থানা পুলিশ।
এর আগে ২৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় পৌরসদরের নিজ বাড়ী থেকে উপজেলা বিএনপি’র আহবায়ক শওকত আলমকে গ্রেফতার করে। মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানায় পুলিশ। তিনি বিএনপি নেতা এরশাদ উল্লাহ’র অনুসারী হিসেবে পরিচিত।
বোয়ালখালী থানার সেকেন্ড অফিসার এস আই তাজ উদ্দীন জানান, নাশকতা মামলায় শওকত আলমকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ইউপি চেয়ারম্যান হামিদুল হক মান্নানকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।