
চট্টগ্রাম ৫ আসনে বিশ দলীয় জোট মনোনীত প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেন ,বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে মিথ্যা মামলায় দিয়ে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছে।আপনাদের একটি মূল্যবান ভোট বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে এই সরকারের রাজনৈতিক প্রতিহিংসা থেকে বাঁচাতে পারে।তাই সকল ভয়-ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোটদানের জন্য সাধারণ ভোটারদের প্রতি আহবান জানান। একইসাথে ভোটে কারচুপি ও কেন্দ্র দখলরোধ করতে সকলকে কেন্দ্রে পাহারা দানের আহবান জানান।
তিনি আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে চারিয়া বোর্ডস্কুল,কাজি পাড়া,মুরাদপুর,চারিয়া নয়া হাট বাজার,রেলষ্টেশন,হাজি পুকুর পাড়,বুড়ি পুকুর পাড়,মুহুরী হাট বাজার,কালবাদশা পাড়া,হাকিম মাহেবের ঘাটা,মাজ দীঘির পাড়,কালিদাশ চৌধুরী হাট,বেলুয়ার পাড়া,মির্জাপুর মোমিন মাহ দরবার শরীপ,পশ্চিম মির্জাপুর পাহাড়তলী এলাকা,মির্জাপুর হাজি পুকুর পাড় এরাকা,মির্জাপুর রেল ষ্টেশন,মসিউদ্দৌল্লা দরবার শরিপ,সরকারহাট বাজারে গণসংযোগ করেন।এসব স্থানে গণসংযোগ চালা কালে প্রায় ৩৫টি স্থানে পত সভায় বক্তব্য রাখেন।
গণসংযোগকালে ইবরাহিম নির্বাচিত হলে হাটহাজারীকে সন্ত্রাস মাদক ও মুক্ত,বেকার যুবসমাজের জন্য কারিগরী ও বৃক্তিমূলক প্রশিক্ষনের সুযোগ করে দেওয়া হবে বলে জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন মির্জাপৃর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল বশর,সাবেক সভাপতি শফিউল আলম,মোস্তফা অঅলম মাসুম,বর্তমান সাধারণ সম্পাদক জাকের হোসেন,বিএনপি নেতা এসএম আবদুল জব্বার,আবু তালেব মেম্বার,নরুল আবছার আনছারী,রুকছান,মোঃ দিদারুল আলম,আবদুল ম,ালেক,মোঃ আলম, ইমাম উদ্দীন,মোঃ ওয়াহিদুল আলম,অবদুল মন্নান মনা, হাজী ফোরক আহম্মদ,ইয়াকুব,মোঃ ফারভেজ,হেলাল শিকদার প্রমুখ।
