
জেলার সীতাকুণ্ড উপজেলার ইমাম নগর এলাকার সাগর পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক ৪৫ থেকে ৪৯ বছর হবে।
আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ড থানা পুলিশের ভাটিয়ারীর ইমাম নগরের সাগর পাড় থেকে মৃতদেহটি উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক সুমন বণিক বিষয়টি নিশ্চিত করে জানায় অজ্ঞাত লোকটির শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যে পঁচন ধরেছে দেহে।
তার গায়ে গোলগলা গেঞ্জি, সাদা চেক শার্ট, টিয়া রংয়ের হাফ সোয়েটার এবং হালকা হলদে রংয়ের জ্যাকেট ছিল। কিন্তু পরনে কোন প্যান্ট ছিল না। এছাড়া তার দাঁড়ি ও চুল কাঁচা-পাকা।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়েছে।