
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে। মোহাম্মদ মনির হোসেন নামের এ যুবক চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ১২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বলে তার পরিবার নিশ্চিত করেছে।
এর আগে গত রবিবার দুপুর ২ টার দিকে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সন্নিকটে ও ইডেন গার্ডেন কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিনিবাস ও রেগুনার সাথে এ সংঘর্ষের মনিরসহ ৬ জন আহত হয়।
তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর ৩দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে মনির হোসেন মারা যায়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রফিক আহমেদ মজুমদার জানান, সীতাকুণ্ডমূখি একটি মিনিবাস ওভারটেক করতে গিয়ে একইমুখি লেগুনা পরিবহনকে ধাক্কা দেয়। এতে লেগুনার ৬ যাত্রী আহত হয়।
নিহত মনির উপজেলার সলিমপুর কালুশাহ নগরস্থ ম্যান উল্লাহ ফৌজদার বাড়ির হামিদুর রহমান বাচ্চুর পুত্র।