
চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী থানার রউফাবাদ এলাকায় তাহেরা বেগম (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধুর স্বামী নূর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, নিহত নারী বায়োজিদ এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্বামী নূর হোসেন বেকার। তাদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
মঙ্গলবার বিকেলে বাসায় তাহেরা বেগমের সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। একপর্যায়ে নূর হোসেন তাহেরাকে মারধর শুরু করেন। এসময় মাথায় লাঠির আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাহেরার তিন সন্তান সে সময় বাসায় ছিল, তাদের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে নূর হোসেনকে ধরে ফেলে।
আতাউর রহমান আরও জানান, রউফাবাদে পাহাড়িকা আবাসিক এলাকায় একটি কলোনিতে তাহেরা বেগম পরিবার নিয়ে থাকতেন। তার বাড়ি বাঁশখালী উপজেলায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।