ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শিশুর জন্য দুধ চুরি, সেই বেকার বাবাকে চাকুরী দিতে‍‍‍ চায়”স্বপ্ন”

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

স্যার, তিনমাস হল চাকরি নেই, বেতন নেই। ঘরে ছোট বাচ্চা, দুধ কেনার টাকা নেই।’ শুক্রবার (১০ মে) ঢাকার ব্যস্ততম এক সড়কে কর্তব্যরত থাকা অবস্থায় খিলগাঁও জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলামের সামনে এভাবেই কথাগুলো বলছিলেন এক অসহায় বাবা। সেই বাবার অসহায়ত্ব বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে দুধের দাম দিয়ে দেন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন পুলিশের এই কর্মকর্তা।

পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলামের ফেসবুক পোস্টে জানা যায়, ওই বাবা সুপারশপ স্বপ্নের এক আউটলেট থেকে নিজের বাচ্চার জন্য দুধের কৌটা চুরি করেছিলেন। পরে আউটলেটের নিরাপত্তাকর্মীর হাতে ধরা পড়েন ওই বাবা। এরপর পুলিশের সামনে হাজির করা হয় অসহায় এ বাবাকে।

ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তা নজরে পড়ে সুপারশপ স্বপ্নের নির্বাহী পরিচালক (সিইও) সাব্বির হাসান নাসিরের। তার নির্দেশে চাকরি দেওয়ার জন্য সেই অসহায় বাবাকে খুঁজছে স্বপ্ন কর্তৃপক্ষ। একই সঙ্গে তারা ছোট শিশুর দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছে।

শনিবার (১১ মে) স্বপ্নের হেড অব মার্কেটিং তানিম করিম এ তথ্য নিশ্চিত করেন।

তানিম করিম বলেন, ‘আমাদের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরের নির্দেশে ওই ব্যক্তিকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। তার যোগ্যতা অনুযায়ী উপযুক্ত স্থানে তাকে পদায়ন করা হবে।’

যে পুলিশ কর্মকর্তা ওই ঘটনার সাক্ষী ছিলেন তার কাছ থেকে ঠিকানা নিয়ে সেই বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে বলেও জানান স্বপ্নের এই কর্মকর্তা।

এদিকে খিলগাঁও জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম  বলেন, ‘স্বপ্ন কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা ওই বাবাকে চাকরি দেবেন বলে জানিয়েছে। আমি গণমাধ্যমকে ধন্যবাদ দিতে চাই। যতটুকু সফলতা তা গণমাধ্যমের কারণেই সম্ভব হয়েছে।’

এ ঘটনায় ‘আমরা মানুষ ফাউন্ডেশন’ এর সভাপতি ও স্বপ্নের কনসালটেন্ট হিসেবে কাজ করা তারকা অভিনয়শিল্পী শামীমা তুষ্টি বলেন, ‘মানবতার সেবায় স্বপ্ন সবসময়েই সবার পাশে থাকে। প্রতিবন্ধী শিশুদের পাশেও স্বপ্ন তার সাহায্যের হাত বাড়িয়ে পাশে থেকেছে। সমাজের যে কোনো ভালো কাজেই স্বপ্ন পাশে থাকতে চায়। আশা করি স্বপ্নের এসব উদ্যোগ সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’  সুত্রঃ সারাবাংলা।  

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print