
ভারতের ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ মাওবাদী নিহত হয়েছে। শনিবার রাজ্যের ধমতরীতে এ ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে তিনজনই নারী সদস্য।
পুলিশ জানায়, শনিবার খল্লারি ও মেচকা গ্রামের মাঝের জঙ্গলে মাওবাদী বিরোধী অভিযান চালানো হয়। এতে গোলাগুলির ঘটনা ঘটে। এতে নিহত হন চারজন। ঘটনাস্থল থেকে সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে, মাওবাদীরা ঝাড়খণ্ড রাজ্যে দুটি ট্রাকে আগুন দিয়েছে। জড়িতরা সবাই ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত ১৪ জুন শুক্রবার ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুরে মাওবাদীদের হামলায় দেশটির পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি বাজারের পাশে টহল দেয়ার সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে এই হামলা করা হয়।