t সরকারি খরচ কমাতে পাঁচ তারকা হোটেল নয়, রাষ্ট্রদূতের বাসায় উঠতে চান ইমরান খান – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সরকারি খরচ কমাতে পাঁচ তারকা হোটেল নয়, রাষ্ট্রদূতের বাসায় উঠতে চান ইমরান খান

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর আগামী ২১ জুলাই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইমরান খান। তিন দিনব্যাপী এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সফরের খরচ কমাতে কোনো পাঁচ তারকা হোটেল নয়, বরং সেখানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের বাসায় উঠতে চান ইমরান খান।

সোমবার (৮ জুলাই) এ কথা জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, প্রধানমন্ত্রী রাষ্ট্রদূত আসাদ মাজিদ খানের বাসায় উঠলে সফরের খরচ অনেকটাই কমে আসবে। তবে, তার এ সিদ্ধান্তে খুব একটা খুশি হতে পারছে না মার্কিন গোয়েন্দা সংস্থা ও শহর প্রশাসন।

কোনো বিশিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার দায়িত্ব নেয় মার্কিন গোয়েন্দা সংস্থা। আর, প্রশাসন খেয়াল রাখে, সফরকালে ওয়াশিংটনের ট্রাফিক ব্যবস্থাপনায় যেন কোনো বাধা সৃষ্টি না হয়।

প্রতি বছর অসংখ্য প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী ওয়াশিংটন সফর করেন। তাদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্থানীয়দের জীবনযাত্রায় যেন কোনো সমস্যা তৈরি না হয়, সেজন্য একসঙ্গে কাজ করে মার্কিন ফেডারেল সরকার ও শহর প্রশাসন।

পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদ খানের বাসভবনটি ওয়াশিংটনের কূটনৈতিক এলাকার একদম মধ্যখানে। তার বাসার কাছেই ভারত, তুরস্ক, জাপানসহ অন্তত এক ডজন দূতাবাসের অবস্থান।

তাছাড়া, রাষ্ট্রদূতের বাসা খুব একটা বড় না হওয়ায় ইমরান খানের সঙ্গে মার্কিন কর্মকর্তা, আইনপ্রণেতা, গণমাধ্যমসহ অন্য প্রতিনিধিদের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে পাকিস্তানি দূতাবাসে। এ কারণে, তাকে প্রতিদিন ওয়াশিংটনের ব্যস্ত সড়ক পার হয়ে দূতাবাসে যেতে হবে।

ডন জানায়, ইমরান খানের গাড়িবহরকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সরকারি বাসভবনসহ বেশ কয়েকটি দূতাবাসের পাশ দিয়ে যাওয়ার কারণে সেখানকার ট্রাফিক ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন কর্তৃপক্ষ।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print