ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিথ্যা বলছেন অমিত শাহ, আমি সম্পূর্ণ গৃহবন্দি: ফারুক আবদুল্লাহ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কাশ্মীর সংকেটর পরই জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে গণমাধ্যমকে তিনি নিজেই জানিয়েছেন। এ সময় তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা বলছেন বলেও দাবি করেন।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন, তা সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন৷ আমি একেবারে আটকে রয়েছি৷

তিনি বলেন, আমার বাড়ির সামনে একজন ডিএসপিকে রাখা হয়েছে৷ কয়েক মিটার দূরেই আমার মেয়ে থাকে৷ নিজের মেয়ের সঙ্গে পর্যন্ত দেখা করতে পারছি না৷ মেয়ের বাড়িতেও বাইরে থেকে তালা লাগানো৷

এর আগে ফারুক আবদুল্লাহ নিজের ইচ্ছায় গৃহবন্দি রয়েছেন বলে দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন বলে পাল্টা দাবি করেন ফারুক আবদুল্লাহ৷

তিনি অমিত শাহর দাবি উড়িয়ে দিয়ে বলেন, নিজের বাড়িতেই আটকে রয়েছি৷ গত দু’দিন ধরে কারও সঙ্গে দেখা করতেও দেয়া হচ্ছে না আমাকে৷

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের তীব্র নিন্দা করে তিনি বলেন, রাষ্ট্রপতি ডিক্রি জারি করে যেভাবে ৩৭০ ধারা তোলা হল, তা এককথায় ডাকাতি৷ একনায়কতন্ত্র চলছে৷

এর আগে সোমবার রাতে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে চলমান উত্তেজনার মধ্যেই রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে গ্রেফতার করেছে ভারত সরকার।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শ্রীনগরের বাসা থেকে গ্রেফতারের পর মেহবুবা মুফতিকে স্থানীয় সরকারি গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে রোববার থেকেই সাবেক এ দুই মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রাখা হয়েছিল।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print