t খালেদা জিয়ার মুক্তি না হলে এদেশের গণতন্ত্র ফিরে আসবে না- ডা. শাহাদাত – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খালেদা জিয়ার মুক্তি না হলে এদেশের গণতন্ত্র ফিরে আসবে না- ডা. শাহাদাত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানরগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন,বিএনপি’র চেয়ারপার্সন, দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে, এদেশের গণতন্ত্র ফিরে আসবে না। দেশের মানুষের ভোটাধিকার ফিরে আসবে না। আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। দুর্নীতি-দুঃশাসন দূর হবে না। আজ দেশের মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ কুলুষিত। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতি দুর্নীতিগ্রস্থ হয়ে বিচার কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে। এতে বুঝা যায় ভোটারবিহীন রাষ্ট্রের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে। রাষ্ট্রের সর্বক্ষেত্রে দুর্নীতি আর দুঃশাসন। এই দুর্নীতি-দুঃশাসন থেকে পরিত্রাণ পেতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি ২৩ আগস্ট শুক্রবার বাদ জুমা ১৮ নং পূর্ব বাকলিয়া বজ্রঘোনা এলাকায় ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণকালে একথা বলেন।

তিনি বলেন, সারাদেশে আজ ডেঙ্গু ভায়াবহ রূপ নিয়েছে। অনির্বাচিত সরকার ডেঙ্গু থেকে মানুষকে বাঁচাতে পারছে না।  তাই জনগণকে সচেতন হতে হবে।  শুধুমাত্র ব্লিচিং পাউডার ছিটিয়ে ডেঙ্গু ভাইরাসসহ অন্যান্য ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। আমরা যদি সরাসরি ৩৫% ব্লিচিং পাউডার (ক্যালসিয়াম হাইপোক্লোরাইট) যেখানে এডিস মশার জন্মস্থল সেখানে ছিটানো হলে ব্লিচিং পাউডার পানির সংস্পর্শে এসে বিভিন্ন শক্তি মাত্রায় ক্লোরিন সলিউশন তৈরি হয়ে ডেঙ্গু ভাইরাসসহ অন্যান্য ভাইরাস ধ্বংস করে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা অধ্যাপক নুরুল আলম রাজু, মোহাম্মদ শাহজাহান,হাজী মোঃ নাজের, আলী ইউসুফ, এমদাদুল হক বাদশা, জিয়াউর রহমান জিয়া, মুহাম্মদ আলমগীর,আব্দুল্লাহ আল ছগির রেজিয়া বেগম মুন্নি, সাহেদা বেগম, কামরুন নাহার, সাইফুল ইসলাম নীরব, মোহাম্মদ জসিম, আসাদুর রহমান টিপু,মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবুল কালাম আবু, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ মুসা, মনোয়ারা বেগম, কোহিনুর বেগম, ফাতেমা বেগম, হাসানুল করিম, গাজী শওকত, মাহাবুব সিদ্দিকী প্রমুখ।

এছাড়া ডা. শাহাদাত হোসেন ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক অসুস্থ হাজী মোহাম্মদ মহিউদ্দিনকে দেখতে তার বাসায় যান, এছাড়া বজ্রঘোনা বিএনপি নেতা অসুস্থ আব্দুল গনিকেও দেখতে তার বাসায় যান এবং চাঁদের চিকিৎসার খোঁজখবর নেন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print