t কলাবাগানের পর ধানমন্ডি ক্লাবে র‍্যাবের অভিযান, ২৪ ঘন্টার জন্য সীলগালা – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কলাবাগানের পর ধানমন্ডি ক্লাবে র‍্যাবের অভিযান, ২৪ ঘন্টার জন্য সীলগালা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীতে ক্যাসিনোর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কলাবাগান ক্রীড়া চক্রের পর এবার ধানমন্ডি ক্লাবে অভিযান শুরু করেছে র‍্যাব। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে এই অভিযান শুরু করেছে র‌্যাব। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‍্যাব দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম।

তিনি বলেন, অভিযোগ আছে ধানমন্ডি ক্লাবে ক্যাসিনো রয়েছে। তাই আমরা দুপুর থেকে ঘিরে রেখেছি। কলাবাগান অভিযান শেষে এখানে অভিযান শুরু করেছি।

সরেজমিনে দেখা যায়, রাত সোয়া ৯টায় ম্যাজিস্ট্রেট ক্লাবের ভেতরে প্রবেশ করে অভিযান শুরু করেন। তাকে সহযোগিতা করছে র‍্যাব-২।

.

অভিযানের পর ২৪ ঘণ্টার জন্য ধানমন্ডি ক্লাব সিলগালা করে দিয়েছে র‌্যাব।

অভিযান শেষে র‍্যাব-২ এর এসপি মো.শাহবুদ্দীন সাংবাদিকদের বলেন, রাজধানীতে ক্লাবের অন্তরালে মাদক, ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে চলা অভিযানের অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডি ক্লাবে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু ক্লাবটি বন্ধ থাকার কারণে দুয়েক জন স্টাফ ছাড়া কেউ ছিলেন না। তাই আজকের অভিযান শেষ করা যায়নি।

তিনি বলেন, এ ক্লাবের একটি বার রয়েছে। তবে ক্লাবটি বন্ধ থাকায় রেজিস্ট্রারের সঙ্গে বারের অনুমোদন অনুযায়ী লিকারের স্টক মিলাতে পারিনি। তাই র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম ক্লাবটির বার ২৪ ঘণ্টার জন্য সিলগালা করে দিয়েছেন।

এসপি মো. শাহবুদ্দীন বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্লাবের লোকজনের কাছ থেকে স্টকের হিসেব নেব। রেজিস্ট্রার অনুযায়ী লিকারের স্টকের অসংগতি থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বারের লিকারের গোডাউন বন্ধ থাকায় আমরা ভেতরে যেতে পারিনি।

এর আগে রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, নতুন ধরনের ইয়াবা, ক্যাসিনো সামগ্রী ও বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-২।

এ সময় পাঁচজনকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে কলাবাগান ক্রীড়া চক্রে অভিযান শেষে র‍্যাব-২ এর অধিনায়ক লে. কর্ণেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানান।

শুক্রবার দুপুর ২টার দিকে রাজধানীর নিকেতনে অস্ত্র, বিপুল পরিমাণ নগদ টাকা ও ১৬৫ কোটি ৮০ লাখ টাকার এফডিআর সহ যুবলীগ নেতা জি কে শামীমকে আটক করে র‍্যাব। তার আগে অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে র‌্যাবের হাতে আটক হয়েছেন ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় তাকে সাত দিনের রিমান্ডেও পেয়েছে পুলিশ।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print