
আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। পূজা উপলক্ষে চট্টগ্রামে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পোষাকী পুলিশ, ডিবি পুলিশ ও সাদা পোষাকের পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে শারদীয় দূর্গাপূজা-২০১৯ উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটির সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই প্রস্তুতির কথা জানান।
সভায় তিনি বলেন, গুরুত্ব অনুসারে পূজা মন্ডপগুলোকে অতি: গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ এ ৩টি শ্রেণিতে বিভক্ত করে সে অনুপাতে অফিসার-ফোর্স মোতায়েন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার প্রথম স্তর হবে প্রত্যেক মন্ডপ ভিত্তিক নিরাপত্তা, দ্বিতীয় স্তরে ৫-৭টি মন্ডপের জন্য একটি টহল দল ও তৃতীয় স্তরে পুলিশ পরিদর্শক/অফিসার ইনচার্জ’দের তদারকি টিম নিয়োজিত থাকবে, চতুর্থ স্তরে থাকবে জেলা সদরের ডিবি, স্পেশাল টিম ও ডিএসবি এবং পঞ্চম স্তরে সার্কেলের এএসপি/অতিরিক্ত এসপি এবং বিভাগের অতিরিক্ত এসপি’গণ সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন।

এছাড়া পূজা উদযাপনকালে সড়ক/মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ মন্ডপে সিসি টিভি স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। সর্বোপরি সনাতন ধর্মাবলম্বী’দের সার্বজনিন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের নিমিত্তে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রনয়ন করা হয়েছে।
এবার জেলার ১৫২০টি প্রতিমা পূজামন্ডপ এবং ৩৫৫টি ঘট পূজার নিরাপত্তায় প্রায় ৩০০০ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। শান্তিপূর্ণ ও উৎসবমূখর এ ধর্মীয় অনুষ্ঠান সমাপ্ত করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় প্রদত্ত সকল নির্দেশনা অনুসরণ করা হবে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরেআলম মিনা সভাপতিত্ব অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ন সম্পাদক ও চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শ্যামল পালিত ও পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আসীম কুমার দে সহ জেলার ১৬ থানার অফিসার ইনচার্জ এবং ১৬ থানার পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
				
								
								
								