t চট্টগ্রামে ছিনতাইয়ের নতুন কৌশলঃ যুবলীগ নেতার মিথ্যা পরিচয়ে পথচারীর সর্বস্ব লুট – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ছিনতাইয়ের নতুন কৌশলঃ যুবলীগ নেতার মিথ্যা পরিচয়ে পথচারীর সর্বস্ব লুট

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীতে এবার যুবলীগের নেতা পরিচয় দিয়ে অভিনব কায়দায় ছিনতাইয়ের সাথে জড়িত একটি চক্রকে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। চক্রটি টার্গেটকৃত একজনকে সালাম দিয়ে নিজেদের যুবলীগ নেতা পরিচয় দিয়ে রিকশায় তুলে নেয়। পরে নিজেদের নেতাকর্মী আহত অবস্থায় হাসপাতালে রয়েছে বলে অস্ত্রেরমুখে তার থেকে নগদ টাকা, সঙ্গে থাকা মালামাল ও দামী মোবাইল ফোন ছিনিয়ে নিচ্ছে।

একই কায়দায় নগরীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পর তাদের সন্ধানে মাঠে নেমে এ চক্রের ৪ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

রবিববার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর ডিসি হিল বৌদ্ধ মন্দির এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- নগর যুবলীগের মিথ্যা নেতা পরিচয়দানকারী মো. নজরুল ইসলাম (৫০), হাজী গাজী মো. তমিজউদ্দিন (৪৮), মিঠুন দেব (২৭) ও মোহাম্মদ হাসান (২৫)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পাঠক ডট নিউজকে বলেন, চক্রটি একটি সংঘবদ্ধ গ্রুপ। তারা রিকশা নিয়ে ঘুরে বেড়ায় নগরীর বিভিন্ন এলাকায়। পরে সুযোগ বুঝে টার্গেটকৃত ব্যাক্তি কিংবা পথচারীকে ডেকে সালাম দিয়ে নিজেদের ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের নেতা পরিচয় দিয়ে রিকশায় তুলে নিয়ে কিংবা কথা আছে বলে নির্জন স্থানে নিয়ে সঙ্গে থাকা মালামাল টাকা- পয়সা ছিনিয়ে নেয়।

পুলিশের কাছে আটককৃতরা স্বীকার করেছে নগরীর বিভিন্ন সড়কে যাত্রীদের একা পেয়ে টার্গেট বানাতো তারা। এরপর কৌশলে রিকশায় তুলে বা সালাম দিয়ে নিজেদের যুবলীগ নেতা পরিচয় দিত।

তারা জানায় যে গত ১৭/০৯/২০১৯ইং তারিখ রাত সাড়ে ৯টা নুর আহম্মদ সড়কস্থ মেট্রোপলিটন কমিউনিটি সেন্টারের বিপরিত পাশে রাস্তার উপর এক ব্যাক্তিকে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই করে নিয়া যায়।

তাদের গ্রেফতারের পর আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে ওসি মো. মহসিন বলেন গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৮ ইঞ্চি একটি ওয়ান শ্যুটার গান, দুইটি ছুরি, মোবাইল, ব্যাংকের মাস্টারকার্ডসহ একটি ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে তারা মাদারবাড়ি, নিউমার্কেট মোড়, চান্দগাঁও আবাসিক, লাভলেইন মোড়, নেভাল মোড়সহ নগরীর বিভিন্নস্থানে অসংখ্য ছিনতাই করে।

মো. মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিসি হিল বৌদ্ধ মন্দির এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি ব্যাটারিচালিত রিকশা পুলিশের গাড়ি দেখে পালানোর সময় লাভলেইন মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে অস্ত্র পাওয়া যায়।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print