t চবিতে তুচ্ছ ঘটনায় ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষ, আহত ৩ – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবিতে তুচ্ছ ঘটনায় ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষ, আহত ৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের তিনজন আহত হয়েছেন।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন অগ্রণী ব্যাংকে লাইনে দাঁড়ানো নিয়ে ঘটনার সূত্রপাত হয়। যা পরে শহীদ আবদুর রব হলের সামনে গিয়ে সংঘর্ষ বেধে যায়।

.

আহতরা হলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহ আজহার তীব্র, ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী লাবিদ শাহরিয়ার এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ১ম বর্ষের মো. শিফন। এদের মধ্যে প্রথম দুইজন বাংলার মুখ গ্রুপের কর্মী এবং অপরজন ভিএক্স গ্রুপের কর্মী। আহতদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আবু তৈয়ব।

সংঘর্ষে লিপ্ত গ্রুপ দুইটি হলো বাংলার মুখ ও ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ।

ছাত্রলীগের এ দুটি পক্ষই চট্টগ্রাম মেয়র আ জ ম নাছিরের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র চৌধুরী বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি লেগেছে। পরে তারা বসে বিষয়টা সমাধান করে নিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, বিভাগের পরীক্ষার ফি জমা দিতে ব্যাংকের নির্দিষ্ট লাইনে দাঁড়িয়েছিলেন বাংলার মুখের দুই সদস্য। একই সময়ে ভিএক্সের দুই সদস্য লাইনে না দাঁড়িয়ে জোরপূর্বক ফি জমা দিতে চাইলে এর প্রতিবাদ করেন বাংলার মুখের দুই সদস্য। এসময় ভিএক্সের দুই সদস্য তাদেরকে চড় থাপ্পড় দেয়। এ ঘটনার জেরে পরে শহীদ আবদুর রব হলের সামনে দুই পক্ষের ধাওয়া পাল্টার ঘটনা এসময় উভয় পক্ষের তিনজন আহত হয়। এ ঘটনায় আব্দুর রব হলের অন্তত ৮ টি কক্ষ ভাঙচুর করা হয়।

এবিষয়ে জানতে চাইলে ভিএক্স গ্রুপের নেতা ও সাবেক উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল বলেন, জুনিয়রদের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে। বিষয়টি মীমাংসা করে দেয়া হয়েছে। একই কথা বললেন বাংলার মুখের নেতা ও সাবেক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আমির সোহেল।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print