t বৃহস্পতিবার থেকে রেডিসন ব্লুতে শুরু হচ্ছে ৪ দিনের রিহ্যাব ফেয়ার – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বৃহস্পতিবার থেকে রেডিসন ব্লুতে শুরু হচ্ছে ৪ দিনের রিহ্যাব ফেয়ার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বন্দর নগরীতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী আবাসান মেলা (রিহ্যাব ফেয়ার-২০২০)। আগামী ৬ থেকে ৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার থেকে রবিবার) পাচঁ তারকা হোটেল রেডিসন ব্লু’র মোহনা হলে অনুষ্ঠিত হবে এ ফেয়ার।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম ক্লাবের অডিটরিয়ম হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় আবাসন মালিকদের সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী (শাওন) এমপি (ভোলা-৩), চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব আ.জ.ম নাসির উদ্দিন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষ।

সংবাদ সন্মোলনে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী, ইঞ্জিনিয়ার দিদারুল হক, মাহবুব সোবাহান জালাল তানভির প্রমূখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের মেলায় ৫৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে।

মেলার প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৫০ ও ১০০ টাকা । ৫০ টাকায় টিকিট কেটে একবার এবং ১০০ টাকায় টিকিট কেটে দর্শনার্থীরা চারবার মেলায় প্রবেশ করতে পারবেন।

টিকিট বিক্রির টাকা দুস্থদের সহায়তায় ব্যয় করা হবে জানান তিনি।

এবারের মেলায় আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি আর্থিক, নির্মাণ সামগ্রী এবং কয়েকটি সহায়ক প্রতিষ্ঠানের মোট ৭৩টি স্টল থাকবে।

মেলা উপলক্ষে স্কুল ছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছে বিষয় ভিক্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল কৈয়ুম বলেন, নীতিনির্ধারনী সমস্যার কারণে আবাসন খাত সংকটের মধ্যে দিয়ে গেলেও ইদানিং এ অবস্থা থেকে বের হয়ে আসছে। বর্তমান সরকারের আমলে সরকারি চাকরিজীবীদের পাঁচ শতাংশ সুদে গৃহঋণ চালুর কারণে আবসন খাত স্থবিরতা কাটিয়ে বের হয়ে আসছে।

এদিকে আবাসন নিবন্ধন ব্যয় দুই শতাংশ কমানো হলেও আরও চার শতাংশ ব্যয় কমানোর জন্য রিহ্যাবের পক্ষ থেকে তৎপরতা চালানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এক কোটি ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে দুই কোটি টাকা গৃহঋণ দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন আবাসন খাতের জন্য ইতিবাচক বলেও মনে করেন এ আবাসন ব্যায়সায়ী নেতা।

বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রে ১২টি, কাতারে দুইটি এবং যুক্তরাজ্যে, রোম, কানাডা, সিডনি, কাতারে একটি করে রিহ্যাব হাউজিং ফেয়ার করার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print