
চট্টগ্রাম মহা নগরীর শুলকবহর এলাকায় নালা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে আনুমানিক ৩২ বছর বয়সি লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল আলম মিয়া বলেন, সকালে স্থানীয়রা থানায় ফোন করে জানায় শুলকবহর এলাকায় নালার মধ্যে এজনের লাশ পড়ে আছে পরে পুলিশ গিয়ে দুপুরে আনুমানিক ৩০,৩২ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এখনও পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি এবং মৃত্যুর কারণও জানা যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।