
ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রিয় নেতা ও এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু বলেছেন, বিজয়ের ৪ যুগ পেরিয়েছে কিন্তু গণতন্ত্র এখনো নিখোঁজ। বাক স্বাধীনতা গুম হয়ে আছে। অবাধ নির্বাচন এখন দূ:স্বপ্ন। বিচার বিভাগ ক্ষমতাসীনদের আজ্ঞাবহ। এই অচলাবস্থা নিরসনে ঘুরে দাড়িয়ে বলতে হবে আমরা স্বাধীন বাংলাদেশ ফেরৎ চাই।
তিনি আজ (১৮ ডিসেম্বর) শুক্রবার বিকাল চট্টগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে ‘বিজয়ের ৪৯ বছর প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নগরীর নুর আহমদ সড়কস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এবি পার্টি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সচিব এডভোকেট মোস্তাফা নুর ও সিদ্দিকুর রহমান।
এবি পার্টির কেন্দ্রীয় সদস্য কামরুল কায়েস চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সদস্য জিয়াউল হক চৌধুরী, শহিদুল ইসলাম বাবুল, আব্দুর রহমান মনির, মামুন জোয়ার্দার, মুরশেদ আলম প্রমুখ নেতৃবৃন্দ।