
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয় দিনে প্রচারণা শুরু করেছেন দুই হেভিওয়েট মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ও বিএনপির মনোনিত প্রার্থী শাহাদাত হোসেন।
আজ শনিবার সকালে নগর দলীয় কার্যালয়ে ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল হাশেম সঙ্গে মতবিনিময় সভা করে মাস্ক বিতরণ করার মাধ্যমে প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী ডা: শাহাদাত হোসেন।
এদিকে আজ সকালে নতুন ফিসারী ঘাট এলাকায় সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি সভায় বক্তব্য দেওয়ার মাধ্যমে মাধ্যমে প্রচারণা শুরু করেন মো. রেজাউল করিম চৌধুরী।
সভায় রেজাউল করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে আন্তর্জাতিক আদালতে লড়াইয়ে আমরা ভারত ও মিয়ানমারের কাছ থেকে বিশাল সমুদ্রসীমা জয় করেছি। এ সমুদ্রসীমায় রয়েছে ব্যাপক সম্ভাবনা, মৎস্য তার মধ্যে অন্যতম। যান্ত্রিক মৎস্য ব্যবসায়ী কর্মীদের সরকারি কর্মপরিকল্পনার প্রতি আনুগত্যের কারণে বাংলাদেশ বিশ্বের শ্রেষ্ঠ ইলিশ উৎপাদনকারী দেশ।