
চট্টগ্রাম জেলার হাটহাজারী ও সীতাকুন্ড থানা এলাকায় পৃথক দুটি অভিযনে আনুমানিক ৫ লক্ষ ৯৮ হাজার টাকা মূল্যের ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৪ জন মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হল, মোঃ ওমর ফারুক (৩০), মোঃ সজিব (২১), মোঃ মাসুম ও মোঃ জাহাঙ্গীর আলম (২৪)।
আজ শনিবার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করে র্যা৭ এর পক্ষ থেকে জানানো হয়, হাটহাজারী থানাধীন পাহাড়তলি, খিল্লাপাড়া সাকিনস্থ হাটহাজারী হইতে ভাটিয়ারি লিংক রোডের রেলক্রসিং এর সামনে থেকে ১,০০০ পিস ইয়াবাসহ ওমর ফারুক (৩০), মোঃ সজিব (২১), মোঃ মাসুমকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সীতাকুন্ড মডেল থানাধীন ফৌজদারহাট ক্যাডেট কলেজ গেইটস্থ মক্কা মোটরস গ্যারেজের সামনে মোটর সাইকেলে তল্লাশী চালিয়ে জাহাঙ্গীর আলমকে ৯৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়।