
স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম) এর ৮৫ তম জন্মবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পক্ষ থেকে নগরীর ২ নম্বর গেইটস্থ বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
আজ মঙ্গলবার (১৯ জানুয়ারী) দুপুরে নগর ছাত্রদলের আহবায়ক মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম তুহিনের সঞ্চলনায় পরে নগরীর শাহ আমানত (রাঃ) মাজারস্থ এতিমখানায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র আত্মার মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক আসিফ চৌধুরী লিমন, সালাউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান মিঠু, সাব্বির আহমেদ, রাজিবুল হক বাপ্পী, মাহমুদুর রহমান বাবু, মোঃ আনাছ, নূর জাফর নাঈম রাহুল, ফখরুল ইসলাম শাহীন, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, সামসুদ্দিন সামসু, আবু কাউসার, শাহরিয়ার আহমেদ, আল মামুন সাদ্দাম, কামরুল হাসান আকাশ, আবু হাসনাত জুয়েল, মোঃ আব্বাস উদ্দিন সহ বিভিন্ন থানা, কলেজ, ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।