
মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ জানুয়ারি দুপুর ৩ টায় নগরীর ট্রিটমেন্ট সেন্টারে ড্যাব চট্টগ্রাম জেলার সভাপতি ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক এর সভাপতিত্বে এবং ড্যাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী এর পরিচালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডা. আব্বাস উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড্যাব এর সহ-সভাপতি ডা.কাজী মাহবুব আলম,ড্যাব নেতা ডা.নুরুল করিম চৌধুরী, ডা.ইয়াছিন আরাফাত প্রমূখ।
সভায় বক্তরা বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর কালজয়ী দর্শন ও বিএনপির প্রতিষ্ঠাতা, আধুনিক স্বনির্ভর বাংলাদেশের স্থপতি এবং ইতিহাসের রাখাল রাজা খ্যাত দেশের প্রথম নির্বাচিত সফল প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সততার প্রতীক। তিনি স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন না। জাতি যখন নেতৃত্বশূন্য দিশেহারা তখনই জিয়াউর রহমান উজ্জ্বল নক্ষত্রের মতো আবির্ভূত হলেন। আজ সেই দেশ প্রেমিক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকীতে তার আত্মার শান্তি কামনা করছি।