ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পটিয়া পৌরসভা নির্বাচন: ৬ জন কাউন্সিলর প্রার্থীর প্রার্থীতা বাতিল

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

পটিয়া পৌরসভা নির্বাচনের আজ ১৯ জানুয়ারি ছিল মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই বাছাইয়ের শেষ দিনে মেয়র পদে ৪ জন সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ১০ জন সহ মোট ৫৯ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন উপজেলা রির্টানিং কর্মকর্তার কাছে।

তাদের মধ্যে ২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও ৪জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। যদিও আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন এসব প্রার্থীরা।

তবে মেয়র প্রার্থী ৪জনের মধ্যে কারও মনোনয়ন ফরম বাতিল করা হয়নি। আওয়ামী লীগ ও বিএনপি, জাতীয় পার্টি (এরশাদ) এবং ইসলামী ফ্রন্টের সহ ৪ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে পটিয়া পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আরাফাত আল হোসাইনী জানান, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে আগামী তিন দিনের মধ্যে (২২ জানুয়ারি) পর্যন্ত আপিল করা যাবে। চট্রগ্রাম জেলা প্রশাসক বরাবরে আবেদন করে আপিল আবেদন নিষ্পত্তি করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৬ জানুয়ারি। আর ভোট গ্রহণ ১৪ফেব্রুয়ারী। উপজেলা রির্টানিং অফিসার আরও জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের বেশির ভাগই ঋণখেলাপি ও অসম্পূর্ণ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ মনোনয়নপত্র বাতিলের পর পটিয়া পৌরসভা নির্বাচনে ৯টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে ৪১ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮ জন বৈধ কাউন্সিলর প্রার্থী রইলেন।

এর আগে রবিবার ১৭ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ওই সময়ে মেয়র পদে ৪ জন এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৫৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়নপত্র বাছাইয়ের পর মেয়র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আশা প্রকাশ করেন। কাউন্সিলর প্রার্থীদের অনেকেই নির্বাচন নিয়ে তাদের শঙ্কার কথাও জানান।

এদিকে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর আওয়ামী লীগের প্রার্থী সাবেক ছাত্রনেতা মো. আইয়ুব বাবুল ও বিএনপির প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর স্হানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আইয়ুব বাবুল বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারী নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছি। আমি মনে করি, সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি পটিয়া পৌরসভার

বাইকে ভোট দেয়ার আহ্বান জানান। এছাড়া কমিশনের নিয়ম-কানুন মেনে প্রচারণা চালানোর জন্য তার দল ও নির্বাচনী কার্যক্রমে যারা অংশ নেবেন তাদের প্রতি অনুরোধ জানান।

বিএনপি প্রার্থী নুরুল ইসলাম সওদাগর বলেন , আইয়ুব বাবুল আমার প্রতিদ্বন্দ্বী। আগামী ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটাররা অবশ্যই ভোটকেন্দ্রে আসবেন। এসময় তিনি পৌরসভার ভোটারদের প্রতি আহবান জানিয়ে বলেন, এটি আপনাদের অধিকার, আপনারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামীতে আপনাদের প্রার্থী নির্বাচন করবেন। তিনি আরো বলেন, ভোট হচ্ছে নাগরিক অধিকার। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ভবিষ্যতে আপনাদের প্রার্থী নির্বাচন করবেন। আমি প্রতিজ্ঞা করছি নির্বাচনী আচরণবিধি মেনে চলব।

যাদের মনোনয়ন ফরম যাচাই বাছাইয়ে বাতিল হয়েছেন তারা হলেন, সংরক্ষিত ২ নং ওয়াডের জেসমিন আকতার, সাধারণ ১নং ওয়াডের মোঃ নাছির, নজরুল ইসলাম, ৩নং ওয়াডের গোলাম কাদের, ৪নং ওয়াডের বেলাল উদ্দিন এবং ৬ নং ওয়াডের রুবেল দাশ।

মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে প্রার্থীদের আচরণ বিধি মেনে চলতে অনুরোধ জানান রিটার্নিং কর্মকর্তা আরাফাত আল হোসাইনী বলেন, আপনারা আচরণবিধি মেনে চলবেন। নির্বাচন হবে ফেস্টিভ মুডে। সেই জায়গা যাতে কখনই সংঘর্ষে রূপ না নেয়।

তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে বিপুলসংখ্যক নেতাকর্মীর ভিড় লক্ষ্য করা গেছে। করোনাকালে কোথাও কোন সামাজিক দুরত্ব কিংবা স্বাস্থ্যবিধি মানা হয়নি।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print