
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে চট্টগ্রামে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী প্রচারণায়কালে কেন্দ্রিয় যুবলীগ নেতাকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল বশরকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৪ জানুয়ারি) রাতে নগরীর ষোলশহর এলাকা থেকে পাঁচলাইশ থানা আবুল বশরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আবুল বশর ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চুর অনুসারী হিসেবে পরিচয় দেন।
এ ছাড়া আবুল বশর ষোলশহর ২ নম্বর গেইটে সংগঠিত ডাবল মার্ডারের আসামি বলে পুলিশ জানায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক সংবাদ মাধ্যমকে আবুল বশরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রবিবার দুপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিমের সমর্থনে যুবলীগের আয়োজনে মিছিলে দুইপক্ষের মধ্যে তর্কাতার্কির এক পর্যায়ে কেন্দ্রিয় যুবলীগ নেতা আদিত্য নন্দীকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ত