
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনকে ঘিরে নগর জুড়ে বিজিবির টহল চলছে। ইতোমধ্যে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে থেকে বিজিবির গাড়িগুলো বন্দরনগরীর বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম শুরু করেছে।
প্রশাসন সুত্রে জানা গেছে, বুধার অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে মোট ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ২২ প্লাটুন দায়িত্ব পালন করবে চসিক এলাকায়। তিন প্লাটুন থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। প্রতি প্লাটুনে ১৬ জন করে বিজিবি সদস্য আছে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (মেট্রো) সুমনী রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশন থেকে জারি হওয়া পরিপত্র অনুযায়ী সোমবার বিকেল থেকে শহরে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিকেলে বিজিবি সদস্যরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং জেলা প্রশাসনের রিপোর্ট করে টহল দিতে শুরু করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের তত্ত্বাবধান করবেন। নির্বাচনের পরদিন পর্যন্ত বিজিবি নগরীতে দায়িত্ব পালন করবে।
এদিকে নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ৯ হাজার পুলিশ সদস্য কাজ করছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
বহুল প্রতীক্ষিত চসিক নির্বাচনে আগামীকাল ২৭ জানুয়ারী (বুধবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে মেয়র পদে লড়ছেন সাত জন। কাউন্সিলর পদে ১৭২ জন। আচরণবিধি অনুযায়ী সোমবার মধ্যরাতের পর থেকে সকল প্রচার প্রচারণা বন্ধ হয়ে গেছে।