
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া শান্তির হাটে বাসচাপায় রূপন বিশ্বাস (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি ) দিবাগত রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করা হয়েছে। নিহত রূপন বিশ্বাস উপজেলার জিরি ইউনিয়নের মহিরা নিশ্চিন্তাপুর এলাকার অশ্বিনী বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, রাতে কক্সবাজার হতে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় রূপন বিশ্বাস নামে এক ব্যক্তি মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী বাসের নীচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। বাসটিকে জব্দ করা হলেও চালক হেলপার পালিয়ে যাওয়াতে কাউকে আটক করা সম্ভব হয়নি।