
চট্টগ্রামের আগ্রাবাদে নামাজ শেষে ফেরার পথে দেয়াল ধসে দুই জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। দুপুর দুইটার দিকে আগ্রাবাদের ডেবারপাড়ের সীমানার একটি পুরনো দেয়াল ধসে এ ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- নোয়াখালীর বসুরহাট এলাকার মনতাজ মিয়ার ছেলে মোহাম্মদ শহীদ উল্লাহ (৫০) ও রংপুরের আক্তার হোসেনের ছেলে আল আমিন (২৬)।
মোহাম্মদ শহীদ উল্লাহ পিডিবির গাড়ি চালক ও আগ্রাবাদ পিডিবি অফিসে কর্মরত ছিলেন। আল আমিন আগ্রাবাদের বেতারকেন্দ্র এলাকায় বসবাস করতেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন জানান, আগ্রাবাদ ডেবার পাড় জামে মসজিদের পাশে একটি সীমানা দেওয়াল ধসে এই হতাহতের ঘটনা ঘটে। জায়গাটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। লিজ নিয়ে একটি প্রতিষ্ঠান সেখানে নির্মাণ কাজ চালাচ্ছিল।
তিনি বলেন, সীমানা দেয়ালের পাশে একটি ভ্যানগাড়ি করে মাস্ক বিক্রি করছিলেন আল আমিন। মসজিদ থেকে বের হয়ে মোহাম্মদ শহীদ উল্লাহসহ কয়েকজন মাস্ক কিনছিলেন।