ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লোহাগাড়ায় নিখোঁজ জাপা নেতা আনোয়ারের লাশ মিলেছে খামার বাড়ীর মাটির নীচে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেনের (৪২) নিখোঁজের এক মাসের মাথায় আজ ২৯ জানুয়ারী দিবাগত রাত দেড়টায় গলিত লাশ মাটি খুঁড়ে উদ্ধার করেছে লোহাগাড়া পুলিশ।

লোহাগাড়ার দরবেশহাট সওদাগরপাড়া নিজ বাড়ী সংলগ্ন খামারবাড়িতে তাকে হত্যা করে লাশ মাটি চাপা দেয়া হয়েছিল। এ ঘটনায় এক রোহিঙ্গা যুবককে আটক করার পর তার দেয়া তথ্য এবং দেখানো মতে পুলিশ খামার বাড়ীর পেছন থেকে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করেছে বলে জানায় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মাহমুদ।

আরও খবর: ৬দিনেও খোঁজ নেই লোহাগাড়া জাপা নেতার, জীবিত উদ্ধারে দাবীতে সংবাদ সম্মেলন

আনোয়ার লোহাগাড়া সদর ইউনিয়নের মৃত আহমদ সওদাগরের ছেলে। পেশায় তিনি গরু ব্যবসায়ী ছিলেন। তার গরুর খামার রয়েছে।

মাটি খুঁড়ে লাশ উত্তোলন।

জানাগেছে, খামার বাড়ীতে গরু দেখভাল করতো দুই রোহিঙ্গা যুবক। নিখোঁজের কিছুদিন আগে রোহিঙ্গা সে কর্মচারীদের সাথে আনোয়ারের ঝগড়া হয়। হয়তো সে ক্ষোভে বা আনোয়ারের সাথে থাকা টাকা আত্মসাৎ করতে তারা আনোয়ারকে হত্যা করেনছে
বলে ধারণা করছে স্বজনরা।

আরও খবর: ৫ দিন ধরে নিখোঁজ লোহাগাড়া জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান হত্যাকাণ্ডের সাথে ২ থেকে ৩ জন অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুই রোহিঙ্গা যুবকে আমরা চিহ্নিত করেছি। ইতোমধ্যে টেকনাফের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে একজনকে আটকের পর সে জিজ্ঞাসাবাদে আনোয়ারকে হত্যার কথা স্বীকর করে। এবং তার দেখানো মতে আজ রাতে লাশ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর-২০২০ ইং থেকে নিখোঁজ হন লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনোয়ার হোসেন

পরিবার থেকে তখন বলা হয়েছিল আনোয়ারকে কেউ তাকে অপহরণ করে নিয়ে গেছে এবং নিখেঁজের কয়েক দিনের মাথায় অজ্ঞাত নম্বার থেকে ফোন করে ১০ লাখ টাকা চাঁদাও দাবী করেছিল। পরে পুলিশ তদন্ত করে বুঝতে পারে টাকা টাওয়ার বিষয়টি স্রেফ প্রতারণা।

এ ঘটনায় আনোয়ার হোসেনের ছোটভাই মো. সেলিম বাদী হয়ে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

নিখেঁজের পর পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, ৩১ ডিসেম্বর আনোয়ার তার দরবেশহাট সওদাগরপাড়া এলাকার খামারবাড়িতে ছিলেন। সেখান থেকে টমটমযোগে বটতলী মোটর স্টেশনে ফোরকান টাওয়ারে তার বাসার উদ্দেশে রওনা দেন। এরপর থেকে নিখোঁজ রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তিনি কোনো আত্মীয়স্বজনের বাসায়ও যাননি।

এদিকে আনোয়ারকে জীবিত ফিরে পেতে পরিবার ও বিভিন্ন সংগঠনের উধ্যোগে লোহাগাড়াতে, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

ইসকন নিষিদ্ধের দাবীতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

চট্টগ্রাম বন্দর ও কর্ণফূলী নদীতে যৌথ অগ্নিনির্বাপণ মহড়া

আগামী নির্বাচনে বডি ক্যামেরা, সিসিটিভি ও ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার

চুয়েটে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print