
চট্টগ্রামে আলোচিত ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার আদালতে চার্জশীর্ট দিয়েছে তদন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত সপ্তাহে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের প্রসিকিউশন শাখায় চার্জশিটটি জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। বিষয়টি প্রকাশ পায় সোমবার বিকেলে। নগরীর লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী দিদারুল আলম মাসুমসহ ছাত্রলীগ যুবলীগের ২৪ জন নেতাকর্মীকে আসামি করে আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়।
আগামী ৯ ফেব্রুয়ারি চার্জশিট গ্রহণের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। অভিযোগপত্রে সন্ত্রাসী মাসুমকে হামলার ‘নির্দেশদাতা’ হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
আরও খবর: অস্ত্রধারী সন্ত্রাসী মাসুমের দুটি অস্ত্রের লাইসেন্স অবশেষে বাতিল (ভিডিও)
আদালতে অভিযোগপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।
তিনি বলেন, অভিযোগপত্রে মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ১৮ জন বিভিন্ন সময় গ্রেফতার হয়েছেন।
উল্লেখ্য- ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরীর সদরঘাট থানাধীন দক্ষিণ নালাপাড়ার নিজ বাসার সামনে মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয়। এ ঘটনায় তার বাবা মেঘনাথ বিশ্বাস বাদি হয়ে মামলা দায়ের করেন।
সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় ২০১৯ সালের ৪ আগস্ট দিদারুল আলম মাসুমকে ঢাকা থেকে গ্রেফতার করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই।
এর আগে ২০১৮ সালের ১২ জুলাই গ্রেপ্তার মিজান হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে মাসুমের নাম বলার পর গ্রেপ্তার হন মাসুমও। তিনি ছাড়াও এ মামলায় আরও ১৭ জন গ্রেপ্তার হয়েছেন, যারা সবাই মাসুমের অনুসারি বলে পরিচয় দিয়েছেন। এদের মধ্যে চার জন আদালতে জবানবন্দি দিয়েছেন।
পিবিআই কর্মকর্তারা জানান, লালখান বাজার এলাকা থেকে আটটি অটোরিকশা করে দক্ষিণ নালাপাড়া গিয়েছিল হত্যাকাণ্ডে জড়িতরা। পিবিআই মামলার তদন্তভার নেওয়ার পর সাতটি অটোরিকশা জব্দ করে। জব্দ করা হয়েছে একটি মটরসাইকেলও। এসব অটোরিকশা চালকদের মধ্যে তিন জন সাক্ষী হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।