
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার সীতাকুণ্ডে কন্টেইনারবাহী ট্রাকের ধাক্কায় মোঃ রাজিব (১৪) নামের মাছবাহী পিকআপের এক শিশু হেলপারের মৃত্যু হয়েছে।
আজ বুধবার(২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়দারোগার হাট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব ভোলা জেলার সদর থানার ইলিশসা ইউনিয়নের মো. ইমনের ছেলে।
পুলিশ জানায়, মাছবাহী একটি পিকআপ চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় সীতাকুণ্ড থানার বড়দারোগারহাট এলাকায় পৌঁছে চালকসহ হেলপার রাজিব হোটেলে ভাত খেতে নামে। খাওয়া শেষে গাড়িতে উঠে বসতেই পিছন দিক থেকে আসা একটি কন্টেইনারবাহী ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয় সজীব। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আলাউদ্দিন।
অপরদিকে দুর্ঘটনার ব্যাপারে অবগত নয় বলে জানান কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক।