t দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন: ডা. শাহাদাত – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন: ডা. শাহাদাত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছন, বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে। করোনাকালীন দুর্যোগ সময়ে বিএনপি জনগণের পাশে আছে। এই করোনাকলীন সময়ে নগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। এখন সরকার লকডাউন শিথিল করে সবকিছু স্বাভাবিক করে দিলেও দীর্ঘ সময় ধরে করোনাকাল থাকায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আমরা ত্রাণ কার্যক্রম এখনো অব্যাহত রেখেছি।

তিনি আজ বুধবার (২৫ আগস্ট) বিকালে ২১ নং জামালখান আসকার দিঘীর পূর্ব পাড়ে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

.

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন। এই সরকার জনকল্যাণমুখী সরকার নয়। এই সরকার একটি দুর্নীতিবাজ ও লুটপাটের সরকার। সরকারের প্রতিটি রন্ধে রন্ধে দুর্নীতি-দুঃশাসন। জনগণের সাথে এই সরকারের কোনো সম্পর্ক নেই। করোনাকালীন সময়ে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। সাধারণ জনগণের জন্য সরকারি বরাদ্দকৃত টাকা জনগণের হাতে পৌঁছায়নি। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হওয়া সত্বেও নগরীর জলাবদ্ধতা নিরসনে সরকার উদাসীন। গতরাত্রে একটু বৃষ্টিতে পুরো নগরী জল জটের সৃষ্টি হয়েছে। নগরবাসী নিদারুণ কষ্টের মধ্যে দিনাপাত করছে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এই সরকার জনগণের ভোটার অধিকার হরণ করেছে। জনগণ এই সরকারকে ভোট দেয়নি। গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে। তাই এ সরকারের বিরুদ্ধে জনগণকে জেগে উঠতে হবে।

কোতয়ালী থানা বিএনপি’র সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিএনপি নেতা দিদারুল ইসলাম চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য কামরুল ইসলাম, নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, কোতোয়ালি থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন, বিএনপি নেতা আবু মোহাম্মদ চৌধুরী আবু, আব্দুল আহাদ স্বপন, দিদারুল ইসলাম, মোঃ কামাল হোসেন, বেলাল উদ্দিন চৌধুরী, আসাদুর রহমান টিপু, এফ এ এম রুমি, সৈয়দ হারুনুর রশিদ, নূর হোসেন, মোঃ পেয়ারু আহমেদ চৌধুরী, ওমর ফারুক, সৈয়দ সাফওয়ান আলী, ইমরান হোসেন, আবদুল মোতালেব, আহমদ হোসেন, আরশে আজিম আরিফ, শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print