
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও কোতোয়ালী থানা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা হাসান মনসুর এর মা হোসনে আরা বেগম এর মরদেহে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
আরও খবর: তারেক মাহমুদ পাপ্পু’র নেতৃত্বে নগরীতে স্বেচ্ছাসেবক লীগের শোক র্যালী অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের উপ-পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু নেতৃত্বে পুস্পস্তবক প্রদানকালে উপস্থিত ছিলেন,সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ও সিডিএ’র বোর্ড সদস্য এম আর আজিম, প্যানেল মেয়র ও কাউন্সিলর গিয়াস উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইদ্রিসহ ছাত্রলীগ যুবলীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য সোমবার দুপুরে হোসনে আরা বেগম চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন ।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এম,পি।