
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার সল্টগোলা রেল ক্রসিং এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ (২৪) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে বন্দর এলাকার সল্টগোলা ক্রসিংয়ে দ্রুতগামী একটি লরি আরিফের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত আরিফুল ইসলাম আরিফ (২৫) নগরীর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা এলাকার মো: ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগ বন্দর থানা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
সিএমপি বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা আরিফুল মোটরসাইকেলটি চালিয়ে গোসাইলডাঙ্গার দিকে আসার সময় রাত পৌনে ১১টার দিকে বিপরীতমুখি একটি লরি তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে নিয়েছে। ঘটনার পর লরি চালক পালিয়ে গেছে তবে আমরা লরিটি জব্দ করেছি।