
চট্টগ্রামের রাউজান উপজেলায় জেসমিন আক্তার ইভা (১২) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি নয়াহাট গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
জেসমিন আক্তার ওই গ্রামের মুহাম্মদ সোলেমানের মেয়ে। সে গশ্চি ভানুমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেসমিন আত্মহত্যা করেছে। লাশের পাশে একটা চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা, ‘আম্মু তুমি যখন বলেছিলে যে, তোমার মন থেকে উঠে গেছি, তখন আমার বাঁচার ইচ্ছাটা চলে যায়…সুযোগ হলো, আর গলা দড়ি দিয়ে দিয়েছি।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।