
চট্টগ্রামের ছলিমপুর পাক্কার মাথা এলাকায় বাক প্রতিবন্ধি এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
আজ শনিবার (৭ মে) বিকেলে নগরীর আকবরশাহ থানাধীন পাক্কার মাথার পূর্ব পার্শ্বে মির আউলিয়া মাজারের পার্শ্ববর্তী পাহাড়ে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার তরুণীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (৭ মে) বিকেল তিনটার দিকে পীর আউলিয়ার মাজারের পার্শ্ববর্তী পাহাড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী কুমিল্লার দেবিদ্বারের বাসিন্দা। ঈদের ছুটিতে চট্টগ্রামে বেড়াতে এসেছেন। বিকাল তিনটার দিকে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পাহাড়ের ঢালুতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।
আকবরশাহ থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস বলেন, অচেতন অবস্থায় ওই তরুণীকে দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে আমরা এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তার জ্ঞান না থাকায় তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জ্ঞান ফিরলে তাকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।