
চট্টগ্রামের রাউজানে পুত্রকে হত্যাচেষ্টার অভিযোগে পিতাকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (৭ মে) সকালে উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাশেদুল ইসলাম (৩০) মগদাই গ্রামের অভিযুক্ত জাফর আলমের (৬০) ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে তুচ্ছ একটি ঘটনার জের ধরে বাক-বিতণ্ডার এক পর্যায়ে জাফর তার পুত্র জাশেদুলকে বটি দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করে। এ সময় বটির আঘাতে জাসেদের গলা আংশিক কেটে যায়। ধস্তাধস্তির এক পর্যায়ে পরিবারের সদস্যরা জাসেদকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়লে জাসেদ প্রাণে রক্ষা পায়। পরে রক্তাক্ত অবস্থায় জাসেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তার গলায় পাঁচটি সেলাই দেওয়ার পর চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসা হয়।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, জাফর আহমেদ খুবই অসৎ প্রকৃতির লোক। প্রায় সময় এলাকার মানুষের সাথে তার ঝগড়াঝাঁটি লেগেই থাকে।
ঘটনার সংবাদ পেয়ে পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইসমাইলের নেতৃত্বে পুলিশের একটি টিম মগদাই বাজার থেকে জাফর আলমকে আটক করেছে।