
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে রেলে জায়গায় দোকান স্থাপন করা নিয়ে বিরোধের জেরে মো. ফরিদ (৪৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ মে) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ।
এর আগে রাত ১২টার দিকে সন্ত্রাসীরা চাঁদার দাবীতে ফরিদকে পিটিয়ে আহত করে। নিহত মো. ফরিদের পাহাড়তলী রেলওয়ে কলোনিতে একটি মোটর ওয়ার্কশপ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনার আরিফ হোসেন জানান, রেলের জায়গায় দোকান দেয়ায় ফরিদকে গত কিছুদিন যাবত এলাকার কিছু যুবক চাঁদা দাবি করে আসছিল। শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফরিদকে মারধর করে ফেলে রাখে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় স্ত্রী ও স্থানীয়রা উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফরিদ পাহাড়তলী থানার আই ডব্লিউ কলোনীর জাফর আহমেদের ছেলে।
নিহতের স্ত্রী নাহিদা আক্তার জানান, ‘আমার স্বামী রেলওয়ে থেকে পাহাড়তলী বাজার এলাকায় কিছু জমি বরাদ্দ নিয়েছে। এসব জমিতে রমজানের আগে থেকে দোকান ঘর নির্মাণের চেষ্টা করছেন। এতে স্থানীয় সন্ত্রাসীরা বাধা দেয়। রমজানে স্থানীয় সন্ত্রাসী সোহেলের নেতৃত্বে আমার স্বামীকে ছুরিকাঘাত করা হয়। তখন স্বামী বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তখন সন্ত্রাসীদের ভয়ে থানায় মামলা করিনি। তার সেই ক্ষত শুকায়নি। ছুরিকাঘাতকারী সোহেল বর্তমানে অন্য মামলায় কারাগারে। গত কিছুদিন ধরে স্থানীয় সন্ত্রাসী আলো ও চশমা ফারুকসহ একটি গ্রুপ ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। অন্যথায় দোকান নির্মাণ করতে দেওয়া হবে না এবং মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল।’
এ ঘটনায় দিদার নামে একজনকে আটক করেছে পুলিশ।