
হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
হাটহাজারীতে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রিন্স প্রিন্স দাশ (৩০) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে হাটহাজারী পৌরসভার কামালপাড়া এলাকার পশু হাসপাতাল সড়কের রাজা মিয়া কন্ট্রাকটারের বাস ভবনের ৩য় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রিন্স দাশ হাটহাজারী উপজেলার নন্দীরহাট গ্রামের সুনিল দাশের পুত্র বলে জানা গেছে।
স্থানীয়দের ধারণা প্রিন্স দাশ আত্মহত্যা করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে ভবনের উপরের দিকের কক্ষ থেকে দুর্গন্ধ ছড়াতে দেখে স্থানীয়রা ও ভবনের লোকজন জরুরী হেল্পলাইন ৯৯৯ এ কল দেয়। হাটহাজারী পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে কক্ষের জানালা ভেঙ্গে প্রবেশ করে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থলে নিহতের পিতা সুনিল দাশ উপস্থিত হন। তিনি বলেন, গত ৮ মাস আগে প্রিন্স দাশ বাড়ি থেকে হয়ে যায়। তবে তার সাথে ফোনে পরিবারের সবার সাথে কথা হত। গত কয়েকদিন ধরে তার মোবাইল বন্ধ পাওয়া গিয়েছিল। তবে ঠিক কি কারণে আত্মহত্যা করে থাকতে পারে সেটা জানেন না প্রিন্সের পিতা।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছের। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এছাড়া তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।