
সীতাকুণ্ডের সোনাইছড়িত ভয়াবহ আগুন ও কন্টেইনার বিস্ফোরণে মৃতের সংখ্যা ৫০ নয় ৪১ বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।
বিভিন্ন হাসপাতালে চিকিৎসা থাকায় মারা যাওয়া ব্যাক্তিদের একজনকে একাধিকবার গণনায় আনার ফলে ভুল হয়েছে বলে জানান
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি বলেন,একই মরদেহ দুবার কাউন্ট হয়েছে। পরে সবগুলো মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসার পর প্রকৃত সংখ্যা ৪১ জন পাওয়া গেছে।’ গণনার ভুলে লাশের সংখ্যা বেড়ে গেছে। মূলত এখন পর্যন্ত ৪১টি মরদেহ পাওয়া গেছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘আমাদের কাছে ৪১ টি মরদেহ আছে। তিনি বলেন, ‘আমারা ৪১টি লাশ পেয়েছি। তারমধ্য গতকালই ১৮ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিচয় শনাক্ত হয়েছে ২৪ জনের। হস্তান্তর করা হয়েছে ২১টি মরদেহ। মৃতদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের।’
এর আগে প্রশাসনিক কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিস্ফোরণে ৫০ জনের মরদেহ উদ্ধার হওয়ার সংবাদ প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য- গত শরিবার রাত পৌণে ১১টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়িতে বেসরকারী বিএম কন্টেইনার ডিপোতে রাসায়নিক পদার্থ বাহী কন্টেইনারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় বিস্ফোরণ ঘটলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।