চট্টগ্রামের লোহাগাড়ার প্রবীণ আলেম ও আধুনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শফিক আহমদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ বৃহষ্পতিবার ভোর রাত চারটায় তিনি চট্টগ্রাম মহানগরীর ন্যাাশনাল হাসপতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। আজ বাদে আছর তার নিজ গ্রাম আধুনগরের সাতগড় এলাকায় মাওলানা শফিক আহমদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে এ প্রবীণ আলেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি মাওলানা আ.ন.ম. শামশুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর জাফর সাদেক এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম লুৎফর রহমান। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।